ঢাকার আকাশে সূর্যের অকৃপণ তাপ
রাজশাহী জ্বলে যাচ্ছে নির্মম আগুনে
টেকনাফ থেকে তেতুলিয়া, প্রতিটি প্রান্ত-আনাচ-কানাচ
ফুটিফাটা চৌচির হয়েছে দারুণ রোদ্দুরে।
মহাসড়কের পাশে বৃদ্ধ রিকশাওয়ালা
মলিন গামছায় ঘাম মুছে
তৃষিত চোখে যেভাবে তাকায়
সেই দৃষ্টি নিয়ে আমিও তাকিয়ে আছি তোমার দিকে;
এই দাবদাহে সবচেয়ে বেশি করে চাই
এক ফোঁটা ভালবাসা, আর কিছু নয়।
ভালবাসা পেলে আমি সবকিছু তুচ্ছ করতে পারি
অবহেলায় ছুঁড়ে দিতে পারি ঠাণ্ডা পানিতে ভরা কাঁচের গেলাস
হেঁটে হেঁটে চলে যেতে পারি মীরপুর থেকে শাহবাগ
শুধু যদি তোমার ভালবাসা পাই একবার।
আমি তো সঠিক জানি, একবার ভালবাসা পেলে
এ খরা, দাবদাহ-তুচ্ছতম পিঁপড়ের বিষ মনে হবে
তীব্র শীতের মাঝে আগুনের ওম মনে হবে।