মিস্ট্রেস ওয়াইল্ডিং। মূলঃ রাফায়েল সাবাতিনি। প্রকাশনীঃ সেবা প্রকাশনী। প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০১৭। মূল্যঃ ৮৪ টাকা।
কাহিনী সংক্ষেপঃ
এই গল্পের পটভূমি সপ্তদশ শতকের ইংল্যান্ড। ক্যাথলিক রাজা দ্বিতীয় চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন প্রটেস্ট্যান্ট পক্ষের নেতা, ডিউক অভ মনমাথ। রুদ্ধশ্বাস পরিস্থিতি, যুদ্ধ শুরু হবে যে কোন সময়।
মনমাথের একনিষ্ঠ সহযোগী, অ্যান্থনি ওয়াইল্ডিং। সুদর্শন, সাহসী এক যুবক। একই সাথে সুন্দরী রুথ ওয়েস্টমাকটের ব্যর্থ প্রণয়ী। তবে হতাশ হওয়া তার স্বভাবে লেখা নেই। কিন্তু ভালবাসা কি জোর করে পাওয়া যায়?
এই সময় বেজে উঠল যুদ্ধের দামামা। শুরু হলো দোটানা-কে জিতবে? ভালবাসা, না দায়িত্ববোধ? অ্যান্থনি কি শেষ পর্যন্ত রুথের ভালবাসা পাবে? প্রিয় পাঠক, চলুন ডুব দিই উত্তাল সময়ে রচিত এক শ্বাসরুদ্ধকর কাহিনীর মাঝে!
রকমারি লিংকঃ https://www.rokomari.com/book/140207/rafael-sabatini–er-mistres-wilding?ref=null